প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল শনিবার জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। সকাল ১০টা ৩০ মিনিটে স্থানীয় বার লাইব্রেরী প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আনন্দ শোভাযাত্রা সমগ্র শহর প্রদক্ষিণ করে। এতে হবিগঞ্জ জেলা জাসদের প্রতিষ্ঠাকালীন মুক্তিযোদ্ধা প্রবীণ নেতৃবৃন্দসহ জাসদ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে জেলা জাসদ সভাপতি খায়রুল মনসুর চৌধুরী মজনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডঃ তাজ উদ্দিন আহমেদ সুফীর পরিচালনায় বার লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডঃ তোরাব আলী খন্দকার, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জাহেদুল ইসলাম, সাবেক পৌর কমিশনার আলহাজ্ব রফিকুল বারী চৌধুরী মামুন, জেলা জাসদ নেতা শফিকুল বারী আউয়াল, সৈয়দ আব্দুল মালেক, আব্দুল হাই মাষ্টার, মোঃ আব্দুল কাদির, ওয়াহিদুজ্জামান মাসুদ, গোলাম রব্বানী মাষ্টার, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক ও বৃন্দাবন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আবু হেনা মোস্তফা কামাল, জেলা যুবজোটের সভাপতি শাহ মোঃ আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি সরোয়ার জাহান লিটন, জেলা জাসদ ছাত্রলীগ সভাপতি মাহবুবুর রহমান রিজু প্রমূখ। কর্মসূচীতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফিরোজ, সাবেক পৌর কমিশনার শাহ মোঃ আব্দুল কাইয়ুম, বাদল রায়, এডঃ কামরুল হাসান সেলিম, আব্দুল হান্নান গাজী, জাসদ পৌর সভাপতি শাহ আশিকুর রহমান, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন আহমেদ চৌধুরী সাম্মু, সমীর বণিক, মাইকেল সরকার, আব্দুল বাছিত তরফদার মিঠু, বৃন্দাবন কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস শাকিল মোহাম্মদ, এডঃ নজরুল আজিজ জুনেদ, সাব্বির আহমেদ মিঠু, জাসদ নেতা জয়ন্ত দাশ গুপ্ত, প্রবীর বণিক, পৌর জাসদের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল কদ্দুস, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহ-সভাপতি অজেয় বিক্রম শিবু, সদর উপজেলা জাসদের সভাপতি মোঃ সাইদুল হক, সাধারণ সম্পাদক মাসুক মিয়া, সাংগঠনিক সম্পাদক সামছুল আলম বাচ্চসহ জাসদ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন ৩১ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ৪৩ বছর পূর্ণ করে ৪৪ বছরে পা দিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে জাসদের যাত্রা শুরু হয়েছিল। এই সিদ্ধান্তটি যথোপযুক্ত সঠিক ছিল বলে জাসদ আজও মনে করে। বক্তাগণ সাম্প্রদায়িকতা, জঙ্গীবাদ, দুর্নীতি, আগুন সন্ত্রাস নির্মুলে জনগণকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার মাধ্যমে সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।