স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট সহাসড়কের মিরপুরে মিতালী বাসের ধাক্কায় এক সিএনজি চালক গুরুতর আহত হয়েছে। শুক্রবার দুপুরে তিতারকোনা নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে ঢাকা থেকে সিলেটগামী মিতালীবাস ও মিরপুর বাজারগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ বাধেঁ। এতে মোজাম্মেল মিয়া (২৭) গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে তার অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত চালক বাহুবল উপজেলার শিবপাশা গ্রামের আবু তাহেরের পুত্র।