স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল বাইপাস সড়কের দীঘলবাগ রোডের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে সদর থানার এস আই ওমর ফারুক মোড়ল এক অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার দেহ তল্লাশী করে ২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
আটকৃত মাদক ব্যবসায়ী হল-মাধবপুর উপজেলার আদাউর গ্রামের হাফিজ মিয়ার পুত্র ফয়সল মিয়া (৩৫)।
এব্যাপারে এসআই ওমর ফারুক মোড়ল জানান, ফয়সল মিয়া দীর্ঘ দিন ধরে হবিগঞ্জে বিভিন্ন মাদক ব্যাবসায়ীর কাছে এসব মাদক বিক্রি করে আসছিল।