মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের মোল্লারাই গ্রামের থানা পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ছালেহ আহমদ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে থানা নিয়ে আসে।
জানা যায়, উল্লেখিত গ্রামের আব্দুল হান্নান নামে তারই আপন চাচা নবীগঞ্জ থানায় হত্যার হুমকী, ছিনতাই ও মারধরের অভিযোগে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গত বুধবার রাতে নবীগঞ্জ থানা পুলিশের এএসআই রুহুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে নিয়ে আসে। গ্রেফতারে পর আসামীর পক্ষে সরকার দলীয় কিছু নেতা তাকে ছাড়াতে চেষ্টা করেন। কোন রকমে তাকে ছাড়াতে না পেরে বাদী আব্দুল হান্নান চৌধুরীকে ডেকে নিয়ে একটি সাদা কাগজে ওসির রুমে স্বাক্ষর রাখার অভিযোগ করেন আব্দুল হান্নান চৌধুরী। তবে এএসআই রুহুল আমিন জানান বাদী ও আসামী পক্ষের মধ্যে ঝগড়ার বিষয়টি ওসি স্যারের রুমে সমধান করে আসামীকে কোর্টে প্রেরন করেছেন বলে জানান।