স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে এক নিরীহ পরিবারকে গ্রাম ছাড়া করার পায়তারা করছে কতিপয় লোকজন। যন্ত্রনায় অতিষ্ট হয়ে অবশেষে থানায় অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগী পরিবারের লোকজন।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের রানীগাও গ্রামের মৃত রইছ উদ্দিনের ছেলে মোঃ মহিউদ্দিন দীর্ঘদিন ধরে ওই গ্রামে স্বপরিবারের বসবাস করে আসছে। সম্প্রতি তাদের গ্রামছাড়া করার পায়তারা করছে একটি কুচক্রী মহল। বিভিন্ন সময়ে তাদের বাড়িতে চুরি সংঘটিত করছে। লক্ষাধিক টাকাসহ গুরুত্বপূর্ণ কাগজপত্রাদি চুরি করে নিয়ে যাচ্ছে। ইদানিং রাতের আধারে বাড়ির দরজায় টয়লেটের ময়লা ফেলে বিভ্রান্তে ফেলছে পরিবারের লোকজনদের।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ এলাকার গণ্যমান্য লোকজনদের অবহিত করা হয়েছে। কিন্তু দুর্বৃত্তদের সন্দেহ করা হলেও উপযুক্ত প্রমাণ না থাকায় কারও বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা সম্ভব হচ্ছেনা।
এ ব্যাপারে ভূক্তভোগী পরিবারের কর্তা মোঃ মহিউদ্দিন নবীগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। ডায়েরী নং- ১৩৩৮।
এ ব্যাপারে মহিউদ্দিন জানান, কতিপয় ব্যক্তিরা আমি ও আমার পরিবারকে গ্রামছাড়া করে সম্পত্তি গ্রাস করার হীন প্রচেষ্টায় একের পর এক জঘন্য কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, এ ধরনের জঘন্য ঘটনার পুনরাবৃত্তি হলে সন্দেহভাজন ব্যক্তিদের আইনের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।