স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-সিলেট জেলা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, জননেত্রী শেখ হাসিনা সরকার তৃণমূল জনগণের উন্নয়নে বিশ্বাসী। তাই আমি ইমামবাড়ি-বুড়িনাও রাস্তার সংস্কার কাজ পাকাকরণের জন্য ডিও প্রদান করি। এ প্রেক্ষিতে প্রায় তিন কিলোমিটার রাস্তার জন্য ৬৭ লাখ টাকা বরাদ্দ আসে। বরাদ্দ অনুযায়ী কাজটি শুরু হয়। তিনি বলেন, এ রাস্তাটি পাকা হওয়ায় প্রতিদিন শত শত যানবাহন করে হাজার হাজার লোকেরা সহজে যাতায়াত করতে পারছে।
বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের ইমামবাড়ি-বুড়িনাও রাস্তার সংস্কার কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপজেলা এলজিইডি অফিসের কার্যসহকারী সিরাজ মোল্লা, রাস্তা নির্মাণকারী প্রতিষ্ঠানের ঠিকাদার ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।