চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৪ জন আহত হয়েছে। আহতরা হচ্ছে মিরাশী ইউনিয়নের লাল কেয়ার গ্রামের মৃত আব্দুল মতলিবের পুত্র ইয়াদুল হোসেন (৪৫) ও তার স্ত্রী খুদেজা খাতুন (৩৫) ও ইয়াদুল হোসেনের ছেলে জহিরুল ইসলাম (২২) ও তার ভাতিজা মৃত আব্দুল খালেকের পুত্র শাহজাহান মিয়া (২০)।
জানা যায়, গতকাল বিকাল ৩টার দিকে প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা চালায়। তাদের সুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে আহত অবস্থায় ভর্তি করে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শাহজাহানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও ইয়াদুল হোসেনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। ইয়াদুল হোসেনের স্ত্রী পুত্র চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ইয়াদুল হোসেন জানায়, মৃত আব্দুল হাইর পুত্র আলিম এর সাথে দীর্ঘদিন যাবত তাদের বিরোধ চলে আসছিল।