মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ জাতীয় বিদ্যুৎ সপ্তাহকে সামনে রেখে বানিয়াচঙ্গে ‘নবায়ন যোগ্য জ্বালানী, জ্বালানী দক্ষতা ও জ্বালানী সংরক্ষণ ইত্যাদি’ বিষয়ক ভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বানিয়াচং জোনাল অফিস এর আয়োজনে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে স্কুল, কলেজ ও মাদ্রাসার ২০ জন প্রতিযোগি এতে অংশ গ্রহন করে। বক্তৃতা প্রতিযোগিতার মূল্যায়ন কমিটির আহবায়ক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম’র সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কাওছার শোকরানার পরিচালনায় অনুষ্টিত এ প্রতিযোগিতায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান শেখ বশির আহমেদ। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বক্তৃতা প্রতিযোগিতার মূল্যায়ন কমিটির সদস্য সচিব ও বানিয়াচ জোনাল অফিস এর ডিজিএম মোঃ মিজানুর রহমান, এলআর সরকারী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল মজিদ, জনাব আলী ডিগ্রী কলেজ এর প্রভাষক গোপেশ মন্ডল। উক্ত প্রতিযোগিতায় বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তাসপিয়া তাহসিন ১ম, সুফিয়া মতিন মহিলা কলেজ এর ছাত্রী সানজিদা আক্তার স্মৃতি ২য় ও একই কলেজ এর ছাত্রী সাগরিকা খানম ৩য় স্থান লাভ করে। পরবর্তীতে তারা জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ গ্রহনের সুযোগ পাবে।