মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১ ব্যক্তি খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে বানিয়াচং সদরের ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের আদম খানী গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে ওই গ্রামের পাপ্পু ও নাঈম এর মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে পাপ্পু পক্ষের লোকজন নাঈম গংদের উপর চড়াও হয়। এক পর্যায়ে মাথায় মারাত্মক আঘাত প্রাপ্ত হন নাঈম পক্ষের আব্দুল জব্বার ঠাকুর ৬৫। সাথে সাথে গুরুতর আহতাবস্থায় আব্দুল জব্বারকে প্রথমে বানিয়াচং পরে হবিগঞ্জ সদর হাসপাতাল নিয়ে আসা হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল ১০ টায় হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনার পর পরই এলাকায় উত্তেজা সৃষ্টি হলে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। এব্যাপারে ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যা কান্ডটি ঘটেছে। এলাকায় যে কোন পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে বলেও তিনি জানান।