স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আইজিপি’র সফর সফল করার লক্ষ্যে সাংবাদিকদের নিয়ে সদর থানায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় হবিগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, সহকারি পুলিশ সুপার মাসুদুর রহমান মনির, সদর থানা ওসি মোঃ নাজিম উদ্দিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, সময় টিভি প্রতিনিধি মিলন রশীদ, টিভি জার্নালিষ্ট সভাপতি রাসেল চৌধুরী, সাংবাদিক ফোরাম সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, স্বদেশ বার্তার নির্বাহী সম্পাদক মুজিবুর রহমান, মোহনা টিভির প্রতিনিধি ছানু মিয়া, এস এ টিভি প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, কাজী মিজানুর রহমান, জুয়েল চৌধুরী, এমএআই সজিব, এম এ আজিজ সেলিম, সুরুজ আলী, রহমত আলী, জাকারিয়া চৌধুরী, এম সজলু, আব্দুল হামিদ প্রমুখ।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম আগামী ১২ নভেম্বর বেলা ২টায় নিউ ফিল্ড মাঠে আয়োজিত পুলিশিং মহাসমাবেশকে সফল করতে সাংবাদিকদের সর্বাত্তক সহযোগিতা কামনা করেন।