স্টাফ রিপোর্টার ॥ ইংল্যান্ডের ওল্ডহ্যাম নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে নবীগঞ্জ উপজেলার সকল ইউনিয়নের স্কুল মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈদ্যুতিক ফ্যান বিতরণ করা করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় নবীগঞ্জ শহরের জুয়েল ম্যানসনের ডিজিটাল ল্যাব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ফ্যান বিতরণ করা হয়। সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী ইমরানের সভাপতিত্বে এবং মইনুল হক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ডাঃ রথিন্দ্র চন্দ্র দেব, বিশিষ্ট শিক্ষানুরাগী শাহজাহান চৌধুরী, দিনারপুর খাইরুন্নেছা বালিকা টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা আবু খালেদ সিরাজী, এশিয়ান টিভির হবিগঞ্জ প্রতিনিধি এসএম সুরুজ আলী, নিজাম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মুশফিক চৌধুরী বলেন, সমাজে অনেক বিত্তবান রয়েছেন। তারা চাইলে একটি মসজিদ, মাদ্রাসায় ফ্যান দিতে পারেন কিন্তু দেবার মত মনমানসিকতা অনেকেরই নেই। কিন্তু ওল্ডহ্যাম নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ লন্ডনে বসবাস করেও এলাকার সমস্যা নিয়ে চিন্তা করেন তার প্রমাণ ফ্যান বিতরণ। তিনি বলেন, প্রবাসীরা শুধুই ফ্যান বিতরণে নয়, তারা শিক্ষা বৃত্তি প্রদানসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। তিনি ওল্ডহ্যাম নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির এ ধরণের উদ্যোগে মুগ্ধ হন এবং ভবিষ্যতে আরো সামাজিক কর্মকান্ডে এগিয়ে আসার জন্য তাদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য নবীগঞ্জের একটি ইউনিয়নে বিদ্যুত না থাকায় ওই ইউনিয়নের কোন প্রতিষ্ঠানে ফ্যান বিতরণ করা হয়নি।