স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল হাসানের সমর্থনে মোটরসাইকেল শুভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় শুভা যাত্রা শুরু হয়। শহরের কেন্দ্রীয় ঈদগাঁ থেকে শুরু হয়ে প্রধান প্রদক্ষিণ করে শিরিষতলায় গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী সৈয়দ কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইয়াহিয়া চৌধুরী, সহ-সভাপতি অমল কুমার দাস পলাশ, মোঃ রফিকুল ইসলাম, দেওয়ান মুশতাক গাজী, আব্দুর রউফ, শফিকুর রহমান আজাদ, মোতাব্বির খান, মাখন পাল, যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হক সুজা, মোঃ নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গাজীউর রহমান, নাজমুল হোসেন আনার, শেখ নিজাম, সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক শেখ সেবুল আহমেদ, মাসুক ভান্ডারী, সুমন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুম আজাদ, সাধারণ সম্পাদক বাবুল আহমেদ, বানিয়াচং উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, চুনারুঘাটের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, বাহুবলের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, নবীগঞ্জের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, লাখাইয়ের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, মাধবপুরের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও আজমিরীগঞ্জের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমূখ।