স্টাফ রিপোর্টার ॥ ৮ম জাতীয় বেতন স্কেলে বেতন বৈষম্য নিরসন ও মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে বিসিএস সমন্বয় কমিটি (২৬ ক্যাডার), নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস এর কর্মকর্তাও কর্মচারীদের উদ্যোগে ৬ দফা দাবীতে গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আলোচনা সভা ও মানববন্ধ অনুষ্টিত হয়। সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবাধায়ক ডাঃ নজিবুল শহীদ, ডাঃ মোঃ আবু সুফিয়ান, ডাঃ সৈয়দ মুজিবুর রহমান পলাশ, ডাঃ আরশেদ আলী, ডাঃ মুখলিছুর রহমান শামীম, ডাঃ আশরাফ উদ্দিন, ডাঃ গৌতম মিস্ত্রি, ডাঃ কাউছার রহমান, ডাঃ পরেশ চন্দ্র দেবনাত, ডাঃ অরুন কুমার পাল, ডাঃ শামিমা আক্তার, ডাঃ মুখলিছুর রহমান উজ্জল, ডাঃ গোলাম শাহরিয়ার, ডাঃ শুভন প্রমুখ।