প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের ধুলচাতল তাজিয়া মোবাশ্বিরিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে গত সোমবার বিকালে বিশিষ্ট সমাজ সেবক দানশীল ব্যক্তিত্ব লন্ডন প্রবাসী শাহ্ হাবিবুর রহমান বেলায়েতকে এক বিশাল সংর্বধনা দেওয়া হয়। মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি বাউসা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুর রহমান এর সভাপতিত্বে ও শিক্ষক মাওঃ আবু সুফিয়ান এবং জগলুর রহমান এর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাউসা ইউনিয়নের কৃতিসন্তান দানশীল ব্যক্তি সংর্বধিত ব্যক্তিত্ব লন্ডন প্রবাসী শাহ্ হাবিবুর রহমান বেলায়েত, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে মুশফিক চৌধুরী বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশে উন্নয়ন বেশি হয়। গরীব, দুঃখী মেহনতী মানুষের মুখে হাসি ফুটে। তিনি আরও বলেন উক্ত মাদ্রাসা এমপিও ভুক্তির জন্য সর্বাত্র চেষ্টা করব। হবিগঞ্জ জেলা পরিষদের পক্ষ হতে মাদ্রাসার অবকাঠামো উন্নয়নের জন্য এক লাখ টাকা প্রদান করেন। বিশেষ অতিথির ব্যক্তব্যে সংবর্ধিত ব্যক্তি শাহ্ হাবিবুর রহমান বেলায়েত নগদ এক লাখ টাকার একটি চেক মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি চেয়ারম্যান আনোয়ারুর রহমান এর কাছে প্রদান করেন।
স্বাগত ব্যক্তব্য রাখেন, গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য আব্দুর রউফ, মনসুর আহমেদ চৌধুরী, মোঃ লাল মিয়া, মোঃ আলেক মিয়া, আঃ বাছিত, স্বপন চৌধুরী, সাইফুর রহমান, মোঃ ফিরুজ মিয়া, সাবেক মেম্বার শাহ মতুর্জা মিয়া, আব্দুল আজিজ, এখলাছুর রহমান, ক্বারী তাউছুর রহমান, মোঃ ইছমত আহমেদ, মাহতাব উদ্দিন, শাহ আব্দুল হাসিম, শিবলী চৌধুরী, হাসান আলী, ক্বারী কাজী মাওঃ আঃ আলীম, আব্দুল মুহিত রাসেল প্রমুখ।