স্টাফ রিপোর্টার ॥ পারিবারিক কলহরের জের ধরে আত্মহত্যা করেছে ১ সন্তানের জনক। সে কিশোরগঞ্জের অষ্ঠগ্রাম উপজেলার কদমচান গ্রামে মৃত সুন্দর আলীর ছেলে।
জানা যায়, সুজন হোসেন গতকাল রাত আনুমানিক ১২টার দিকে বিষ খেয়ে ছটপট করতে থাকে। পরিবারের লোকজন কোনো কিছু বুঝতে না পেরে প্রথমে ১ পল্লী চিকিৎসকে দেখায় পরে ভোরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আশংঙ্কাজনক অবস্থায় নিয়ে আসে। এখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯ টার দিকে সুজন মারা যায়।
নিহতের নানী জানান, সুজেন হোসেন গতকাল রাতে খাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়লে তিনি নিজ ঘরের দরজা লাগিয়ে সবার অগোচরে বিষ খায়। তবে এ আত্মহত্যার কারণ জানা যায়নি।