প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ২৭ অক্টোবর মঙ্গলবার বিকালে বাংলাদেশ খেলাফত মজলিস নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে থানা অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত শাখার সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান মেহমান ছিলেন জেলা সহ-সভাপতি কাজী মাওলানা হারুনুর রশিদ চৌধুরী। বিশেষ মেহমান ছিলেন জেলা সেক্রেটারী মাওলানা মোঃ আনোয়ার আলী। বক্তব্য রাখেন, নবীগঞ্জ থানা সেক্রেটারী হাফেজ নাজমুল হুদা, সহ-সেক্রেটারী মুফতি আবু ইউসুফ চৌধুরী, মাওলানা আবু ছালেহ, মাওলানা মোজাহিদ প্রমুখ।
বক্তাগন বলেন, বর্তমানে দেশে চরম অরাজকতা বিরাজ করছে। হিন্দুস্তানী সংস্কৃতির আমদানী ঘটছে এবং ইসলামী সংস্কৃতি বিতাড়িত হচ্ছে। এমতাবস্থায় এদেশে আলেম উলামা ও দ্বীনদার লোকদের নেতৃত্বে ইসলামী সমাজ গড়ে তুলতে না পারলে অতীতে যেমন শান্তি প্রতিষ্ঠা লাভ করেনি আগামীতেও কোনো ক্রমেই শান্তির আশা করা যায়না।