স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ৪৭ পিস ইয়াবাসহ জাকারিয়া (১৭) নামের এক মাদ্রাসা ছাত্রকে আটক করেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার পুটিজুরী বাজার নামক স্থান থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার মন্ডলকাপন গ্রামের আব্দুর রউপের পুত্র। সে স্থানীয় দ্বিগাম্বর মাদ্রাসা ১০ম শ্রেণীর ছাত্র। জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে ইয়াবা নিয়ে পানিউমদা বাজারে যাওয়ার পথে পুটিজুরী বাজারে পৌছলে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে ৪৭ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে প্রথমে পুটিজুরী ইউনিয়ন অফিসে নিয়ে আসে। খবর পেয়ে বাহুবল মডেল থানার পুলিশ গিয়ে ইয়াবা ট্যালেটসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।