স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম মতিনের উদ্যোগে যুবদলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দলের অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে দিনটি পালন করেন যুবদলের নেতৃবৃন্দ। পরে জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম মতিনের সভাপতিত্বে ও যুবদল নেতা এস এম মানিকের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, যুবদলনেতা আবুল কালাম আজাদ, হাবিবুর রহমান, খোকন শাহী ধনু, হারুনুর রশীদ চৌধুরী, আব্দুর মালেক মেম্বার, রাজিব আহমেদ। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সালেক মিয়া, নজরুল ইসলাম, কামাল, তারা মিয়া, সাগর, সোহেল আহম্মেদ, সোহাগ মিয়া, জিল্লুর, জুনেদ, আযুব মিয়া, জামাল, শংকর, লিটন, টেনু মিয়া, কাসেম প্রমূখ।