মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএফএএম শাহজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ সুফিয়া আকতার হেলেন, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুকোমল রায়, প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন আল রনি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বণিক, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সামসুল ইসলাম কামাল, খাইরুল হোসাইন মনু, আলাউদ্দিন, কাউন্সিলর গোলাপ খাঁন, সদস্য সৈয়দ গিয়াসুল হোসাইন, আব্দুর নূর, মাহমুদ হোসেন, প্রধান শিক্ষক একেএম ফয়েজুল ইসলাম প্রমূখ।