চুনারুঘাট প্রতিনিধি ॥ ১২ নভেম্বর হবিগঞ্জে কমিউনিটি পুলিশিং-এর মহা সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল চুনারুঘাটের ৩টি ইউনিয়নে কমিউনিটি পুলিশিং-এর পৃথক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৩ টায় আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ সভা কক্ষে চেয়ারম্যান সনজু চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপি এম আকবর হোসাইন জিতু। বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমুল্য কুমার চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ লুৎফুর রহমান, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, সাবেক চেয়ারম্যান আঃ লতিব, বাজার সভাপতি আলহাজ আঃ রহমান আজাদ, সাবেক ইউপি মেম্বার হাছান আলী, আঃ হাই প্রিন্স, মিজানুর রহমান ও ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ। এর আগে দুপুর ১২টায় গাজীপুর ইউপি চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম ও সন্ধ্যা ৬ টায় মিরাশি ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী’র সভাপতিত্বে অনুরূপ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।