স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে চোরাই মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। গতকাল সোমবার বিকালে সদর থানার এসআই ওমর ফারুক, বিপ্লব কুমার চন্দ, সজীব দেব রায়সহ একদল পুলিশের নেতৃত্বে ধুলিয়াখাল এলাকায় অভিযান শুরু হয়। এ সময় ১৭টি মোটর সাইকেল তল্লাশী করে ২টি মোটর সাইকেল আটক করা হয় এবং ৪টি মামলা দেয়া হয়। মোটর সাইকেল আরোহীরা কাগজপত্র নিয়ে আসার কথা বলে সটকে পড়ে।