স্টাফ রিপোর্টার ॥ আইজিপির হবিগঞ্জ আগমন উপলক্ষে সদর থানার পক্ষ থেকে জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় সদর থানায় ওসি মোঃ নাজিম উদ্দিনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম, কাউন্সিলর সৈয়দা লাভলী সুলতানা, শেখ নুর হোসেন, মোঃ আলমগীর, মর্তুজ আলী, মনসুর আলী ও হিরাজ মিয়া প্রমুখ। এ সময় ওসি বলেন, আগামী ১২ নভেম্বর পুলিশের আইজিপি একেএম শহিদুল হক হবিগঞ্জ আসছেন। বৃহত্তর সিলেটে শুধুমাত্র হবিগঞ্জ জেলা পরিদর্শনে আসবেন। তিনি ওইদিন সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান। সভায় আরো উপস্থিত ছিলেন এসআই ওমর ফারুক, ছানা উল্লাহ, কেএম রাসেল, অঞ্জনা দেব প্রমুখ।