নবীগঞ্জ প্রতিনিধি ॥ কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী কবি সংসদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। কবি সংসদ বাংলাদেশ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কবি তৌহিদুল ইসলাম কনক স্বাক্ষরিত এক পত্রে তা জানানো হয়।
উল্লেখ্য, গত ২০১৪ সনের ২৫ ডিসেম্বর থেকে কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী কবি সংসদ বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি’র দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি তাঁকে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং কবি সংসদ বাংলাদেশ’র মুখপত্র ‘কবিতা’র সহকারী সম্পাদকের দায়িত্বও দেয়া হয়। কবি সংসদ বাংলাদেশ’র সিলেট বিভাগীয় জেলা কমিটিগুলোকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে তাঁকে এ দায়িত্ব দেয়া হয়েছে বলে জানানো হয়। তাঁর নেতৃত্বে সিলেট বিভাগীয় কার্যক্রম আরও গতিশীল ভূমিকা পালন করবে বলে চিঠিতে আশা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, নবীগঞ্জ পৌরসভার শিবপাশা আবাসিক এলাকার প্রণয় ভূষণ চক্রবর্ত্তী মিন্টু (পন্ডিত) এবং সুপ্রীতি চক্রবর্ত্তী এর তিন সন্তানের মধ্যে তিনি প্রথম।