প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা কবি সংসদের পক্ষ থেকে আয়োজিত হবিগঞ্জ বাংলা সাহিত্য সম্মেলনে এডভোকেট শরদিন্দু ভট্টাচার্য্য টুটুল-কে ছোট গল্প সাহিত্যে বিশেষ অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সম্মাননা প্রদান কালে উপস্থিত ছিলেন এম.এ মুনিম চৌধুরী বাবু এমপি, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, বাংলা একাডেমির উপ-পরিচালক তপন বাগচী, নবীগঞ্জ পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, বাংলাদেশ পল্লীবিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক (অর্থ) কবি চন্দনকৃষ্ণ পাল, কবি সৌমিত্র দেব, কবি সংসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক তৌহিদুল ইসলাম কনক, মোঃ গোলাম কবির, হাবিবুর রহমান চৌধুরী শামীম প্রমূখ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৃথ্বিশ চক্রবর্তী।