ইংল্যান্ড প্রবাসী তরুন সমাজ সেবক, শিক্ষানুরাগী মোফাজ্জল চৌধুরী ইমরানের জন্মদিন উপলক্ষে গতকাল মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নবীগঞ্জের তার গ্রামের বাড়ি বদরদী দাইমুদ্দিন এতিম খানায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে মোফাজ্জল চৌধুরী ইমরান ছাড়াও উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খোয়াই সম্পাদক আলহাজ্ব শামীম আহছান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খোয়াই যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ চৌধুরী, ইংল্যান্ড প্রবাসী কমিউনিটি লিডার নুরুল ইসলাম কবির সহ গ্রামের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। পরে এতিম সহ মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণকারীগণ মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন।