স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের হুলুয়া গ্রামবাসীর সাথে মতবিনিময় সভা করেছেন হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। গতকাল বিকালে ওই গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বি আব্দুল জব্বার ময়না মিয়া।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। বক্তব্য রাখেন, আব্দুল জলিল তালুকদার, মাওঃ এনামুল হক, আয়াত আলী, আব্দুল মজিদ, মাওঃ আব্দুর রাজ্জাক, শিক্ষক মাসুক মিয়া প্রমূখ।
সভায় দলমত বির্নিশেষে উপস্থিত এলাকাবাসী, ডাঃ মুশফিক হুসেন চৌধুরীকে আগামী সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে আওয়ামীলীগের একক প্রার্থী দাবী করেন। তারা বলেন, শেখ হাসিনার আস্থাভাজন ব্যক্তিত্ব ডাঃ মুশফিক হুসেন চৌধুরী নবীগঞ্জ-বাহুবল আসনে এমপি প্রার্থী হলে নৌকার বিজয় সুনিশ্চিত হবে।
প্রধান অতিথি’র বক্তব্যে ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের বিশ্বাসী। আমি নির্বাচিত হলে এলাকার মসজিদ মাদ্রাসা ও রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়মূলক কাজে অগ্রাধিকার দেব। তিনি বলেন, আমি অতীতেও আপনাদের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকব।