স্টাফ রির্পোটার ॥ এগার শরীফ কারবালা শহীদদের স্বরণে মিলাদ মাহফিল ও আলোচনাসভায় অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাতে শহরের মোহনপুর এলাকায় ফায়জানে মদিনা হাফিজিয়া মদ্রাসায় সর্দার শের আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ আমিনুল হকের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাস্টির প্রেসিডেন্ট ও মেয়র প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম, হাজী এনামুল হক, এলাকার বিশিষ্ট মুরব্বী মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সালেহ আহমেদ, হাজী আব্দুল কাইয়ুম, আলহাজ্ব সিরাজ মিয়া, আব্দুল কাদির, সামসুল হক, সামছুল আলম রুহেল, মতিউর রহমান প্রমূখ। পরে শহীদদের স্বরণে মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় মেয়র প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম সবার কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেন।