প্রেস বিজ্ঞপ্তি ॥ দেশের প্রধান কবি আল মাহমুদের ভাবশীষ্য, কবি ও গবেষক আফতাব আল মাহমুদের আয়োজনে নবীগঞ্জের নবীন-প্রবীন সাহিত্যকর্মীদের সরব উপস্থিতিতে গতকাল এক ব্যতিক্রমী সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ শহরের শেরপুর রোডস্থ কবির বাসভবনে দিনব্যাপি এ আয়োজনে নানা বয়সের সাহিত্যকর্মীরা তাঁদের স্বরচিত কবিতা আবৃত্তি, কবিতা, ছড়া ও সংগীত পরিবেশনের মাধ্যমে মাতিয়ে তুলেন পুরো অনুষ্ঠান। কবি মোহাম্মদ আশিকুর রহমানের সুললিত কন্ঠে কুরআন তেলাওয়াত এর মাধ্যমে সকাল ১১টায় সাহিত্য আসরের শুভ সূচনা হয়। কবি ও গবেষক আফতাব আল মাহমুদের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কবি বাদল কৃষ্ণ বণিক, কবি গোলাম কিবরিয়া, লন্ডনের বাংলা টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপক গীতিকিার ও নাট্যকার জাহাঙ্গীর রানা, গীতিকার আলী আমজাদ মিলন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রভাষক মোহাম্মদ আলাউর রহমান, কবি নিলুফা ইসলাম নিলু, কবি আব্দুল ওয়াহিদ লাভলু, কবি শাহেদ বিন জাফর, ইনাতগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমদ আবুল কালাম, কবি প্রথ্বিশ চক্রবর্তী অপু, কবি শহিদুজ্জামান চৌধুরী প্রমুখ। উক্ত সাহিত্য আসরে অংশগ্রহনকারী অন্যান্য কবি-সাহিত্যিকরা হলেন, মোহাম্মদ আশিকুর রহমান, হুমায়ুন চৌধুরি, মোহাম্মদ নুরুজ্জামান, ইব্রাহীম ইউসুফ, মোহাম্মদ গোলাম রহমান লিমন, মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরি শামীম, মোহাম্মদ জিল্লুর রহমান, শোয়াইব আহমদ শিবলু, সাইফুল ইসলাম, মোহাম্মদ কামরুল হাসান, হুসাইন আহমদ, সোহেল আহমদ, আব্দুল আজিজ, ফজলুর রহমান চৌধুরি, এডঃ জাহিদুল ইসলাম চৌধুরি রফি, এডঃ আব্দুল বাছিত, রংধনু রাজ মিল্টন, মুহাম্মদ হৃদয় রাজ শাওন, এম ডি জহির উদ্দিন, তাওহিদ আহমদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ছড়াকার এস এম সাজ্জাদ। সাহিত্য আসরে বক্তারা বলেন, নবীগঞ্জ উপজেলা সাহিত্য চর্চার এক লীলাভূমি। আমাদের পূর্বসুরি সাহিত্যকর্মীদের স্মরনীয় করে রাখার পাশাপাশি বর্তমানে যারা সাহিত্য চর্চায় নিয়োজিত তাঁদেরকে সহযোগিতা করতে হবে।
বক্তারা ব্যাতিক্রমধর্মী এ সাহিত্য আসর আয়োজনের জন্য কবি ও গবেষক আফতাব আল মাহমুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ ধরনের সৃষ্টিশীল উদ্যোগ সাহিত্য চর্চায় নবীনদেরকে অনুপ্রাণিত করবে। তাঁরা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহবান জানান। পরে কবি আফতাব আল মাহমুদের উদ্যোগে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।