চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ছাত্রদলের সহিংস হামলায় এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়াম ও পৌরসভার রোলারগাড়ী ভাংচুর করা হয়েছে। এ সময় সতং রোডে ৩টি সিএনজিও ভাংচুর করা হয়েছে। এ সময় পৌর শহরে আতংক ছড়িয়ে পড়ে।
গতকাল বুধবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলা ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল শেষে মধ্য বাজারে সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশ শেষে ছাত্রদলের কিছু নেতা কর্মী উপজেলা কমপ্লেক্স এর ভেতরে অবস্থিত সাবেক সমাজ কল্যান মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে হামলা চালিয়ে দরজা জানালা ভাংচুর করে। পরে পৌরসভার একটি রোলার গাড়ী ও ৩ টি অটোরিকসা সিএনজি গাড়ী ভাংচুর করা হয়।