বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের মিরপুর আলিফ-সোবহান চৌধুরী ডিগ্রি কলেজের ৫ দাঙ্গাবাজ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল দুপুরে কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। গত বৃহস্পতিবার কথা কাটাকাটির জের ধরে হামলার ঘটনার সাথে জড়িত ৫ ছাত্রকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে ৪ জন দ্বাদশ শ্রেণীর এবং একজন একাদশ শ্রেণীর ছাত্র।
গত বৃহস্পতিবার ফয়সল ও নাসিম নামে দুই শিক্ষার্থীর মাঝে কথা কাটাকাটির জের ধরে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি উপস্থিত শিক্ষকগণ মিমাংসা করে দেন। পরবর্তীতে দুপুরের দিকে ফয়সলের নেতৃত্বে কয়েকজন নাসিমের সহপাঠী সোহানকে রাস্তায় পেয়ে বেধকড় মারধোর করে। এতে ৩ছাত্র আহত হয়। এর প্রেক্ষিতে গতকাল শনিবার দুপুরে কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরী সভা আহ্বান করা হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারী অধ্যাপক মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় দ্বাদশ শ্রেণীর ছাত্র উপজেলার নন্দনপুর গ্রামের জলিল মাস্টারের পুত্র নাসিম রায়হান, চারগাঁও গ্রামের সিরাজ মিয়ার পুত্র ফয়সল আহমেদ, কাজীহাটা গ্রামের আব্দুল মজিদ-এর পুত্র সোহান মিয়া, বাহুবলের সাহিদুল ইসলাম এবং একাদশ শ্রেণীর ছাত্র পশ্চিম জয়পুর গ্রামের আওয়ামীলীগ নেতা কদর আলীর পুত্র সুমন মিয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও ওই হামলার ঘটনায় জড়িত অন্যান্য বহিরাগতদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী এবং কলেজে বহিরাগতদের সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত হয়।