স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরের পুরাণ মুন্সেফী এলাকায় আব্দুল মন্নান (৬০) নামে এক ব্যক্তি মারা গেছে। সে বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র। গতকাল শুক্রবার দুপুর ১টায় এ ঘটনায় ঘটে। প্রত্যদর্শী সূত্রে জানা যায়, মন্নান দীর্ঘদিন যাবৎ ওই এলাকার লন্ডন প্রবাসী মৃত আব্দুস সালামের বায়েস ভবণ নামের বাসায় কেয়ারটেকার হিসাবে কাজ করে আসছে। গতকাল বৃষ্টির সময় তিনি বাসার পাশে ড্রেন পরিষ্কার করতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর থানার এসআই রাসেল লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।