স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানের দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেছেন হবিগঞ্জ শহরের আমিরচাঁন কমপেক্সের ¯^ত্ত¡াধিকারী রোটারিয়ান মোঃ আবুল কাশেম। গতকাল শুক্রবার বিকেলে তিনি এই হুইল চেয়ার বিতরণ করেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আব্দুল হাই চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খোয়াই’র যুগ্ম সম্পাদক হার“নুর রশিদ চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি রাসেল চৌধুরী, এশিয়ান টিভি প্রতিনিধি এসএম সুর“জ আলী। যাদেরকে মধ্যে হুইল চেয়ার দেয়া হয়েছে তারা হলেন বানিয়াচঙ্গ উপজেলার নন্দীপাড়া মহলার কবির মিয়ার পুত্র হেলাল মিয়া, মুরাদপুর গ্রামের মফিজ মিয়ার পুত্র তোফাজ্জল মিয়া, শহরের উমেদনগরের সিরাজ খানের স্ত্রী রহিমা খাতুন, রামপুরের আব্দুল জব্বারের পুত্র লিটন মিয়া।
হুইল চেয়ার পাওয়ার পর আনন্দে আত্মহারা হয়েছে ভি¶ুক হেলাল মিয়া। সে শহরের বিভিন্ন স্থানে প্রতিদিন ভি¶াবৃত্তি করে জীবিকা নির্বাহ করে। হুইল চেয়ার না থাকায় তাকে অনেক কষ্ট করে চলতে হতো। কিš— টাকার অভাবে সে হুইল চেয়ার ক্রয় করতে পারেনি। এ অবস্থা দেখে বিশিষ্ট দানবীর ও শি¶ানুরাগী আবুল কাশেমের কষ্ট হয়। তিনি হেলাল মিয়ার মতো নেহায়েত দরিদ্র প্রতিবন্ধীদের খুঁেজ বের করে তাদেরকে হুইল চেয়ার প্রদান করেন। চলতি মাসের মাঝামাঝি তিনি আরো কয়েকজনকে হুইল চেয়ার প্রদান করেছেন। হুইল চেয়ার পেয়ে দরিদ্র পরিবারের সদস্যরা আনন্দিত।