স্টাফ রিপোটার \ আজমিরীগঞ্জ সদরে বন্ধুর বাসার কাজের মেয়েকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে এক লম্পট ঠিকাদার জানসু।
জানা যায়, আজমিরীগঞ্জ বাজারে আর কে মেডিক্যাল হলের মাতৃ কুঞ্জ ভিলার মালিক গৌরী রাণী দেবনাথের বাসায় তার পুত্র রিংকু দেবনাথের সাথে পৌর এলাকার নগর গ্রামের হাজী নুর মিয়ার পুত্র ঠিকাদার আমিনুল ইসলাম (জানসু) (৩৫) এর সহিত দীর্ঘ দিন যাবৎ বন্ধুত্বের সম্পর্ক ছিল। বন্ধুত্বের সুবাদে জানুসু প্রায়ই ওই বাসায় আসা যাওয়া করত। এক পর্যায়ে জানসুর কুনজর পরে তাদের বাসার সুন্দরী কাজের মেয়ের উপর।
গতকাল শুক্রবার বিকাল ৫ টায় জানসু তার বন্ধু রিংকুর খোঁজে তার বাসার ভিতরে প্রবেশ করে। এ সময় রিংকুকে বাসায় না পেয়ে পুনরায় ফিরেন আসে। কিছু¶ণ পর সে আবার একটি নতুন তালা হাতে করে বাসার ভিতরে প্রবেশ করে মূল গেইটে তাল ঝুলিয়ে দেয়। ওই সময় বাসায় অবস্থানরত বন্ধু রিংকুর মা গৌরী রাণী দেবনাথ দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পরেছিল। এ সুযোগে জানসু কাজের মেয়েকে ঝাপটে ধরে ধর্ষনের চেষ্টা চালায়। ওই সময় তার সুরচিৎকারে গৌরীসহ আশপাশের লোকজন এগিয়ে আসে। গৌরী ঘর পরিস্কার করার ঝাড়ূ দিয়ে বেধর পিঠুনি দেয়। এক পর্যায়ে জানসু গৌরীকে ধাক্কা দিয়ে ফেলে গুর“তর আহত করে। পর সে মূল ফটকের গেইটে তার দেয়া তালা খুলে বাজারের উপর দিয়ে ভোঁ দৌড় দিয়ে পালিয়ে যায়। ওই সময় উপস্থিত কয়েক যুবক তাকে পিছন থেকে ধাওয়া করে। বিষয়টি নিয়ে এলাকায় রসালো আলোচনার ঝড় বইছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান আতর আলী মিয়া ও আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন। এব্যাপারে আজমিরীগঞ্জ অফিসার ইনচার্জ (ওসি) অহিদুজ্জামান পিপিএম ঘটনার সত্যতা ¯^ীকার করে এবং অভিযোগ দেয়ার জন্য বলেছেন বলে জানান।