নবীগঞ্জ প্রতিনিধি \ আগামী ৩১ অক্টোবর হবিগঞ্জ জেলা জাতীয় যুবসংহতির সম্মেলন সফল করার ল¶ে গতকাল শুক্রবার বিকেলে নবীগঞ্জ উপজেলা জাতীয় যুবসংহতির উদ্যেগে নবীগঞ্জ শেরপুর রোডস্থ দলীয় কার্যালয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি মোঃ সরওয়ার শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর“ল আমীন পাঠান (ফুল মিয়ার) পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা জাতীয় পার্টির তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবসংহতির সাবেক সভাপতি শেখ সামছুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সাবেক ত্রান বিষয়ক সম্পাদক শহীদ চৌধুরী, ইনাতগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সিরাজ উদ্দিন, সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম, দীঘলবাক ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল হান্নান চৌধুরী চাঁন মিয়া, সহ-সভাপতি লেবু মিয়া, জাপানেতা ডাঃ আব্দুল অদুদ। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় যুবসংহতির সিনিয়র সহ-সভাপতি অলিদুর রহমান অলিদ, সহসভাপতি নাজমুল হোসেন খান, যুগ্ম সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন, সহ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, প্রচার সম্পাদক আহমদ রেজা, যুবনেতা তফাজ্জুল হক, কাজী জাহান নুর আলী, কামাল আহমেদ, এনামুল হক চৌধুরী, সাইফুল ইসলাম, ভোলা দাশ, আব্দুল কাহার, শামিম আহমেদ, আব্দুল মতিন মুন্না, হাফেজ মিনহাজ, বাহার আলী, সাজ্জাদুর রহমান, শামসুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্র সমাজের সদস্য আব্দুল মতিন চৌধুরী, পৌর ছাত্রসমাজের সাবেক সদস্য সচিব নিউটন সুত্রধর, উপজেলা ছাত্রসমাজের সাবেক প্রচার সম্পাদক আক্কাছ আলী, নবীগঞ্জ ডিগ্রি কলেজ শাখা ছাত্রসমাজের সভাপতি নিয়ামুল করিম অপু প্রমুখ। এতে বক্তারা ৩১ তারিখের সম্মেলন সফল করার ল¶্যে সকল ভেদাবেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানানো হয়।