নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের এক এসএসসি পরিক্ষার্থী ছাত্রী প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে স্থানীয় হাসপাতালের একটি কক্ষে ২ঘন্টা বন্দী থাকতে হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই ছাত্রী স্থানীয় মায়া ডিজিটাল ষ্টুডিওর মালিক বলাই সরকারের সাথে প্রেমনিবেদ করে আসছিল। গতকাল সকালে দু’জন প্রেমনিবেদন করতে স্থানীয় হাসপাতালে যায়। বিষয়টি এলাকার লোকজনের নজরে আসলে ওই ছাত্রীকে হাসপাতাল ববনের দ্বিতীয় তলার একটি কক্ষে তালাবদ্ধ করে প্রেমিক বলাই সরকার সটকে পড়ে। পরে স্থানীরা তালাবদ্ধ কক্ষ থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে স্কুলে নিয়ে যান।
এব্যাপারে গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শইলেন্দ্র মোহন দেবনাথের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, ঘটনার পর থেকে বলাই সরকার এলাকা থেকে পালিয়ে গেছে। স্কুল ম্যানেজিং কমিটির অভিবাবক সদস্য আহমদ হোসেন জানান, ঘটনাটি নিয়ে আজ বৃহস্পতিবার স্কুলে ম্যানেজিং কমিটির সভা আহ্বান করা হয়েছে।