রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার ভারতীয় সিমান্তবর্তী ধর্মঘর ইউনিয়নের মেহেরগাও কবরস্থান থেকে ককটেল, পেট্রোল বোমা ও পাইপ গান উদ্ধার করেছে থানা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে থানার অফিসার ইনাচার্জ মোল্লা মনির হোসেন ও এস.আই সামস-ই-তার্বরীজ গতকাল বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ৯টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে ৫৩টি ককটেল, ৪৭টি পেট্রোল বোমা ও একটি পাইপ গান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে হবিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মাসুদর রহমান ঘটনাস্থলে ছুটে যান। ওসি জানান কে বা কারা কি উদ্দেশ্যে এগুলো ওই এলাকায় মজুদ করেছিল তা তাৎক্ষনিক ভাবে জানা যায়নি। তদন্ত করে দায়িদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, যে এর আগে বিজিবি একই ইউনিয়নের ধর্মঘর এলাকার একটি পরিত্যক্ত বাড়ী থেকে পেট্রোল বোমাসহ অস্ত্র উদ্ধার করেছিলেন।