কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ডাকা-সিলেট মহা সড়কের নবীগঞ্জে গতকাল মধ্য রাতে এক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩০/৪০ জন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১ টার দিকে “নিউ লাইন” পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার কুড়াগাঁও নামক স্থানে অপর একটি গাড়িকে অভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনস্থলে ১ জন নিহত হয়। আহত হয় ৩০/৪০ জন যাত্রী। গুরুতর অবস্থায় বাহুবল হাসপাতালে নিয়ে যাবার পর আরেক জন নিহত হবার খবর পাওয়া যায়। এসময় এ রিপোর্ট লেখা পর্যন্ত গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে।