বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক চুনারুঘাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটার মহোৎসব শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক এমপি আবু জাহিরসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় লাবণ্য মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেছে সাংবাদিক আব্দুল হাকিমের ছোট ভাইয়ের ইন্তেকাল মোড়াকরি গ্রামে ইয়াবাসহ যুবক আটক শুভ বড়দিন আজ জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি মালিকপক্ষের আজমিরীগঞ্জে ইউএনডিপি ৮৩টি নলকূপ বিতরণের তালিকা স্বজনপ্রীতির মাধ্যমে তৈরির অভিযোগ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকি পূর্ণ

টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের মতবিনিময় সভায় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মমতাজ উদ্দিন ॥ সাংবাদিকদের অযথা হয়রানি না করতে প্রশাসনের প্রতি আহবান

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫
  • ৪৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের অযথা হয়রানী না করার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিল  (বিপিসি) এর চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ। তিনি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় সার্কিট হাউজে হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান। হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সম্পাদক শরীফ চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ। মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিল (বিপিসি) এর চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ বলেন, “হবিগঞ্জের স্থানীয় প্রশাসন সাংবাদিকদের বিষয়ে আমার কাছে কোন অভিযোগ করেনি। প্রশাসনের লোকজন আমাকে বলেছেন, ‘সাংবাদিকরা শান্ত মানুষ। শান্তভাবেই কাজ করছে তারা’। এতে আমি খুব খুশি হয়েছি।” তিনি বলেন, ‘আমি প্রশাসনের কর্তাব্যক্তিদের বলেছি, পেশাগত দায়িত্ব পালনকালে অযথা যেন সাংবাদিকদের হয়রানী করা না হয়।’ মতবিনিময় সভায় বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ সাংবাদিকতার মানোন্নয়ন ও পেশাগত দতা বৃদ্ধির জন্য আগামী মার্চ মাসে হবিগঞ্জে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করার ঘোষণা দেন। এতে বক্তব্য রাখেন, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জ জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক খোয়াই পত্রিকার যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ চৌধুরী, সাপ্তাহিক জনতার দলিল পত্রিকার সম্পাদক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, হবিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল বারি লস্কর, দৈনিক তরফবার্তা সম্পাদক ফারুক উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়শনের সহ-সভাপতি আবু সালেহ নুরুজ্জামান চৌধুরী শওকত, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়শনের প্রতিষ্ঠাতা সদস্য মোফাজ্জল সাদাত মুক্তা, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য ও আজকের হবিগঞ্জ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এম এ মজিদ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের কোষাধ্য শাকিল চৌধুরী, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার নির্বাহী সম্পাদক দিদার এলাহী সাজু, দৈনিক জননী পত্রিকার যুগ্ম সম্পাদক ফয়সল চৌধুরী প্রমুখ। মতবিনিময় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এসএ টিভি হবিগঞ্জ প্রতিনিধি আব্দুর রউফ সেলিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নির্মল ভট্টাচার্য রিংকু, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা প্রতিনিধি আব্দুল হালিম, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য ও একুশে টিভির প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, দৈনিক স্বদেশবার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক মুজিবুর রহমান, আজকের হবিগঞ্জ পত্রিকার বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কোহিনুর, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য ও মোহনা টিভি প্রতিনিধি মোঃ ছানু মিয়া, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য ও মাই টিভি প্রতিনিধি মোশাহিদ আলম, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার আজহারুল ইসলাম মুরাদ ও  জাকারিয়া চৌধুরী, জেলা সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক কে এম এ ওয়াহাব নঈমী, দৈনিক এক্সপ্রেস পত্রিকার স্টাফ রিপোর্টার কাজী মিজানুর রহমান, দৈনিক লোকালয় বার্তার চীফ রিপোর্টার এম সজলু, প্রতিদিনের বাণী পত্রিকার স্টাফ রিপোর্টার এ কে কাওসার, দৈনিক হবিগঞ্জ জনতার এক্সপ্রেস পত্রিকার স্টাফ রিপোর্টার এম আই সজীব, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার জাহেদ আলী মামুন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com