এম এ আই সজিব ॥ সিলেট বিভাগের ডিআইজি মোঃ মিজানুর রহমান বলেছেন, এবাই প্রথম দুর্গা পূজায় হবিগঞ্জে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। এতে ক্রিমিনালরা থাকে ভীতসন্ত্রস্থ, আমরাও এর মাধ্যমে অনেক তথ্য পেয়ে থাকি। তিনি বলেন, আইন শৃংখলা বাহিনীর তৎপরতার কারণে এখন পর্যন্ত সিলেট বিভাগে বড় ধরনের কোন অঘটনের তথ্য আমরা পাইনি। তিনি বলেন, ইউকে পুলিশ সিসি টিভি নির্ভর। আমি মনে করি শুধু পূজা উপলক্ষে নয় সার্বক্ষণিক নজরদারীর জন্য হবিগঞ্জকে পার্মানেন্ট সিসি টিভির আওতায় নিয়ে আসার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ প্রদান করেন। যাকে কেউ ক্রাইম করে শহর থেকে বের হতে না পারে। এ জন্য তিনি জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিত্তবানদের সহযোগিতার আহ্বান জানাচ্ছি। তিনি গতকাল পুজা উপলক্ষে শহরের রামকৃষ্ণ মিশন রোডে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুমে এক প্রেসব্রিফিংকালে উপরোক্ত কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, অতিরিক্ত পুলিশ সুপার সহিদুল ইসলাম, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পূণ্যব্রত চৌধুরী বিভু, সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা প্রমুখ।