প্রেস বিজ্ঞপ্তি ॥ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত হবিগঞ্জ জেলার বাংলাদেশী অভিবাসী কর্মী ভাই বোন ও তাদের পরিবারের সদস্যদের সুস্থতা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। গতকাল বুধবার দুপুরে বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৩ উপলক্ষে তথ্য ও সেবা কেন্দ্র আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন বক্তৃতাকালে এ শুভেচ্ছা জানান। সভায় সভাপতিত্ব করেন তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তা এবং বেন-এর সমন্বয়কারী আনছার আলী। বানিয়াচং সদর দক্ষিণ পূর্ব ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তা মোঃ ফারুক আহমেদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ইউ.পি চেয়ারম্যান মাওলানা মোঃ হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক শফিউল আলম, আলমগীর মিয়া, মোফাজ্জল হোসেন খান, ইউ.পি সচিব অজিত সরকার, আইটি প্রশিক্ষক খালেদ সাইফুল্লা, আব্দুস ছালাম প্রমুখ। সভায় চেয়ারম্যান মমিন প্রধান অতিথির বক্তব্যে বিগত সরকার বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে মালয়েশিয়া সহ অন্যান্য দেশে জিটুজি পদ্ধতিতে প্রেরণে অভিবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতিশীলতার সৃষ্টি করেছেন তা অক্ষুন্ন রাখতে পরবর্তী সরকারের প্রতি আহবান জানান।