স্টাফ রিপোর্টার ॥ দূরের স্কুলে যাবে সোহেল রানা। রিক্সা ভাড়া দিবে কে? বাই সাইকেল কেনার স্বপ্ন কল্পনা বিলাস ছাড়া কিছুই নয়। সরকারী শিশু পরিবারের সোহেল রানাদের লালন পালন করলেও স্কুলে আসা যাওয়ার খরচ নামে কোন বরাদ্ধ নেই। আর পিতৃহারা হওয়ায় পরিবার থেকে সমর্থন পাওয়ারও সুযোগ নেই। এই অবস্থায় সোহেল রানার মত দূরের স্কুলে যাতায়াতকারীদের বাইসাইকেল কিনে দেয়ার ব্যবস্থা যিনি করেন তিনি হলেন ডা. সৈয়দ এম আবরার জাবের। শুধু তাই নয়। এতিমদের বিনোদনের জন্য টেলিভিশন, খাবার সংরক্ষণের জন্য ড্রিপ ফ্রিজ, খেলাধুলার সামগ্রী। যখন যা প্রয়োজন তা সংগ্রহ করে দেয়া তার নেশায় পরিণত হয়। ঈদ আসলে কিভাবে গরু/ছাগলের ব্যবস্থা করা যায় তা নিয়ে উঠে পড়ে লেগে যান। চিকিৎসক হওয়ায় বিনামূল্যে ঔষধ আর চিকিৎসা সেবা ত আছেই।
হবিগঞ্জের কৃতি চিকিৎসক ডাঃ জাবের এভাবেই জড়িয়ে পড়েন সরকারি শিশু পরিবারের ১০০ এতিমের কল্যানে। ব্যবস্থাপনা কমিটির সদস্য অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামানের আমন্ত্রনে শিশু পরিবারের প্রতিষ্ঠা থেকেই কাজ শুরু করে এখন এতিমদের আশার আলোয় পরিণত হয়েছেন তিনি। সরকারী শিশু পরিবারও তার এই অকৃত্রিম সহযোগিতার জন্য স্বীকৃতি দিতে অপেক্ষার প্রহর গুনছিল। বৃহস্পতিবার যখন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির সরকারী শিশু পরিবারে তৈজসপত্র ও পোষাক বিতরণ করতে যান তখন সেই আলোকিত জননেতার হাত দিয়ে ডা. সৈয়দ এম আবরার জাবেরকে স্বীকৃতি স্বরূপ স্মারক ক্রেস্ট তুলে দেয়া হয়। সংসদ সদস্য আবু জাহির ডাঃ জাবেরের ভাল কাজের প্রশংসা করে ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত রাখার আহবান জানান। ডাঃ জাবের প্রতিশ্র“তি দেন এতিম শিশুদের প্রতি তার ভালবাসার কোন কমতি নেই। তাদের জন্য তার হাত সব সময় প্রসারিতই থাকবে। ক্রেস্ট প্রদানকালে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সফিউল আলম, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক সোয়েব হোসেন চৌধুরী, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক অ্যাডঃ আব্দুল মোছাব্বির বকুল, শিশু পরিবারের ব্যবস্থাপনা কমিটির সদস্য অ্যাডঃ সুলতান মাহমুদ, অ্যাডঃ শাহ ফখরুজ্জামান ও উপ-তত্বাবধায়ক এ কে এম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।