স্টাফ রিপোর্টার ॥ সনাতন ধম্বাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজার হবিগঞ্জ শহরের বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের গানিংপার্ক বন্ধু মহল ও রামকৃষ্ণ মিশন মন্ডপসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তারা। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক সমাচার পত্রিকার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খোয়াই পত্রিকার যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল বারি লস্কর, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নির্মল ভট্রাচার্য্য রিংকু, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাসেল চৌধুরী, সহ সভাপতি আবু ছালেহ মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরী শওকত, সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, জিটিভির জেলা প্রতিনিধি সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন, মোহনা টিভির জেলা প্রতিনিধি ছানু মিয়া, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার জাকারিয়া চৌধুরী প্রমুখ।