প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ করেছেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার সন্ধার পর পূজামন্ডপ পরিদর্শণে যান জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজল আহমেদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট শিবলী খায়ের, দপ্তর সম্পাদক পিনাকী চৌধুরী, হবিগঞ্জ পৌর যুব সংহতির সভাপতি নিজাম উদ্দিন সানু, সদর থানা যুব সংহতির সাধারণ সম্পাদক আফরোজ মিয়া, শেখ জাবেদ, মিছবাহ উদ্দিন মিছবাহ, মিজানুর রহমান প্রমুখ। পূজামন্ডপ পরিদর্শণকালে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খান পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে কৌশল বিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ের খোজ খবর নেন।