স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের মুক্তির দাবীতে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জের জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদারের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয় অতিসত্বর জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে অবাধ রাজনীতি করার সুযোগ প্রদান এবং বিগত সরকারের আমলে দায়েরকৃত সকল মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করতে হবে। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ একজন সফল রাষ্ট্রপতি ছিলেন, তিনি দু-দু’বার জেল থেকে পাঁচটি সংসদীয় আসনে নির্বাচিত হয়েছেন। হুসেইন মুহম্মদ এরশাদের শাসন আমলে বাংলাদেশের যত জনকল্যাণ ও উন্নয়নমূলক কর্মকান্ড সাধিত হয়েছে, স্বাধীনতা পরবর্তী অন্য কোন সরকার তা করতে পারেনি। তা সত্বে¡ও বিগত সরকারের আমলে হিংসার বশবর্তী হয়ে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে বহু মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়। বর্তমান সরকার বিভিন্ন রাজনৈতিক মামলা প্রত্যাহার করলেও সাবেক সফল রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হয়নি। এমতাবস্থায় জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মী সহ দেশের আপামর সাধারণ জনগণের একটাই প্রাণের দাবী, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে অবাধ রাজনৈতিক কর্মসূচী পালনের সুযোগ এবং তার রাজনৈতিক হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে বর্তমান সরকারের কাঙ্কিত গণতান্ত্রিক আচরণ আশা করছে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির হবিগঞ্জ জেলা জাপার সাধারণ সম্পাদক শংকর পাল, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, তাজউদ্দিন আহমেদ বাবুল, প্রচার সম্পাদক আবু বক্কর খান, দপ্তর সম্পাদক এস এম লুৎফুর রহমান, ছাত্র ও শিক্ষা বিষয়ক সম্পাদক অমৃকা চরণ দাস, পৌর জাপার প্রচার সম্পাদক আব্দুল হান্নান, নিতাই চৌধুরী, দিলীপ বর্মন, ইউসুফ আলী, সোহেল রানা, শেখ জাবেদ প্রমূখ।