রফিকুল হাসান চৌধুরী তুহিন \ অপরাধ নির্মূলে জনগণকে সম্পৃক্ত করে আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়নে গঠিত কমিউনিটি পুলিশিং ব্যবস্থা কার্যক্রম গতিশীল করার ল¶্যে আগামী ১২ নভেম্বর হবিগঞ্জ শহরে এক সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশের মহাপরিদর্শক মোঃ শহীদুল হক। এ সমাবেশ সফল করতে গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সভা ক¶ে জেলা কমিউনিটি পুলিশ তার সকল সহযোগী শাখা নিয়ে এক জর“রী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এসপি জয়দেব কুমার ভদ্র। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় জেলার ৮ উপজেলার নব গঠিত কমিউনিটি পুলিশিং কমিটির পৌর, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা শাখার নেতৃবৃন্দ সহ সকল পৌরসভা, উপজেলা-থানার মেয়র, চেয়ারম্যান ও ওসিগণ উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পুলিশিং কমিটির সভাপতি এডভোকেট আবুল খায়ের, জেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, মাধবপুর পৌরসভার মেয়র হিরেন্দ্র লাল সাহা, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, জেলা চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছির“ল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আকরাম আলী, আওয়ামীলীগ নেতা আব্দুর রশীদ তালুকদার, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন, এডঃ হুমায়ূন কবীর সৈকত, ব্যবসায়ী মোঃ হিরাজ মিয়া প্রমুখ।