চুনার“ঘাট প্রতিনিধি \ চুনার“ঘাটে ডাকাতির প্রস্তুতিকালে পাইপগানসহ ২ ডাকাতকে আটক করেছে পুলিশ। গত রবিবার রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে একটি পাইপগান ও দেশীয় অস্ত্রসহ তালা কাটার যন্ত্র উদ্ধার করা হয়। আটককৃতরা হচ্ছে, চুনার“ঘাট উপজেলার হরিপুর গ্রামের আকল মিয়া ও বাহুবল উপজেলার মহাশয়ের বাজার গ্রামের এমরান মিয়া।
চুনার“ঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী জানান, তাদের বির“দ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বির“দ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে বলে সূত্রে জানায়।