স্টাফ রিপোর্টার \ ৭৪ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। রাতেই তাকে হবিগঞ্জ সদর থানায় হ¯—াš—র করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই সুদ্বীপ রায় ও এএসআই মুসলিম উদ্দিনের নেতৃত্বে ডিবি পুলিশের একদল সন্ধ্যায় ৭ টার দিকে মাধবপুর উপজেলার স্টার সিরামিক্স এর সামন থেকে তাদের আটক করে। আটককৃতরা হচ্ছে নিজ কালিকাপুর গ্রামের খোরসেদ আলী (৩৫) ও একই এলাকার ফুর“ক মিয়া ওরফে ফুর“কে ওই এলাকায় অভিযান চালিয়ে আটক করে। এ সময় ফুর“ক মিয়া ওরফে ফুর“ এর বাড়ি তলাশী তার খাটের নিছ থেকে ২৪ পিচ যৌন উত্তেজক ইয়াবা ও খোরশেদের দেহ তলাশী চালিয়ে ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তাদের দু’জনকে আটক করে ডিবি পুলিশ আটক।
এব্যাপারে এসআই সুদ্বীপ রায় জানান, ফুর“ক মিয়া ওরফে ফুর“ এর বাড়িতে তার ঘরে পুলিশ প্রসাশনের বড় বড় অফিসাদের ছবি ঝুলিয়ে রাখে এবং এলাকাবাসীকে ভয় দেখিয়ে বলে আমার আতœীয় ¯^জন প্রশাসনের উচ্চ পর্যায়ের অফিসার। তিনি আরো বলেন, হবিগঞ্জ থেকে মাদক নির্মূল করার জন্য যা যা করার দরকার তা আমরা করব।