রিফাত উদ্দিন, মাধবপুর থেকে \ মাধবপুর ও চুনার“ঘাট উপজেলার কয়েকটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিজিবি।
সাহেব নগর ও মনিপুর এলাকায় সোমবার ভোররাতে অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান-ওই দিন ভোররাতে মনতলা সীমাš— ফাঁড়ির নায়েক সাইদুর রহমানের নেতৃত্বে বিজিবি টহল দল চৌমুহনী ইউনিয়নের সাহেব নগর এলাকায় অভিযান চালিয়ে ১৫ বোতল এবং হরষপুর সীমাš— ফাঁড়ির নায়েক সুবেদার আঙ্গুর মিয়ার নেতৃত্বে টহল দল ধর্মঘর ইউনিয়নের মনিপুরে অভিযান চালিয়ে ১১ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। অপর দিকে চুনার“ঘাট উপজেলার বালা সীমাš— ফাঁড়ির নায়েক শরিফ ভূইয়ার নেতৃত্বে বিজিবি টহল দল গোবর খোলা এলাকায় অভিযান চালিয়ে ১’শ ১২ বোতল ভারতীয় মদসহ ওই এলাকার হার“ন মিয়ার পুত্র মাদক ব্যবসায়ী উজ্জ্বল মিয়া (২৫) কে গ্রেফতার করে। এ ব্যাপারে চুনার“ঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।