আমিনুল ইসলাম, আজমিরীগঞ্জ থেকে \ আজমিরীগঞ্জ উপজেলায় পৌরসভাসহ ৫ ইউনিয়নের মোট ৩৫ টি পূজা মন্ডপে দূর্গা পূজা অনুষ্টিত হচ্ছে। জানা যায়, বাঙ্গালী সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। উক্ত পূজা উপল¶ে আজমিরীগঞ্জ উপজেলায় ৩৫টি পূজা মন্ডপ তৈরী করা হয়েছে। এগুলো হচ্ছে, আজমিরীগঞ্জ পৌরসভায় ৬টি, সদর ইউনিয়নে ২টি, বদলপুর ইউনিয়নে ১৬টি, জলসুখা ইউনিয়নে ৪টি, শিবপাশা ইউনিয়নে ১টি, কাকাইলছেও ইউনিয়নে ৬টিসহ মোট ৩৫টি। গতকাল সোমবার ষষ্ঠী পূজার মধ্যদিয়ে পূজার সূচনা করা হয়েছে। আজ মঙ্গলবার পর বুধ ও বৃহস্পতিবার যথাক্রমে সপ্তমী, অষ্টমী ও নবমী পূজা অনুষ্টিত হবে। আগামী শুক্রবার সকাল ৯টা ৪৯ মিনিটের মধ্যে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে দূর্গা পূজার আনুষ্টানিক সমাপ্তি ঘটবে। এবার দূর্গা দেবী ঘোটকে মত্ত¡লোকে আগমন করেছেন। আর গমন করবেন দোলায়। পূজাকে কেন্দ্র করে মন্ডপসহ আশপাশ এলাকায় আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে। রা¯—াসহ মন্ডপের গেটে নির্মান করা হয়েছে তোড়ন। পুলিশ, গ্রাম পুলিশ ও আনসার- ভিডিপি’র সমš^য়ে নেয়া হয়েছে নিরাপত্তা বলয়। মন্ডপ সমূহে ঢাকের ধ্বনিসহ শতশত ছেলে মেয়ের কলকাকলিতে ও ভক্তদের আগমনে পূজামÊপ এলাকায় উৎসব-মূখর পরিবেশের সৃষ্টি হয়েছে।