স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চলছে বিজ্ঞান সম্মত আধুনিক চিকিৎসার পাশাপাশি বেদে স¤প্রদায়ের তন্ত্রমন্ত্রের ঝাঁড়ফুকের চিকিৎসা। সরেজমিনে গিয়ে দেখা যায় যে, হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের প্রধান ফটকে বেদে স¤প্রদায়ের মহিলারা সারিবদ্ধভাবে বসে দিনের পর দিন অবাধে চালিয়ে যাচ্ছেন তাদের তন্ত্রমন্ত্রের ঝাঁড়ফুকের ব্যবসা। সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা বিপদগ্রস্থ একশ্রেনীর মানুষেরা এর শিকার। সরল বিশ্বাসী এসব মানুষেরা বেদেদের শরনাপন্ন হয়ে টাকা পয়সা খুইয়ে সর্বশাš— হচ্ছেন প্রতিনিয়ত। পাশাপাশি আধুনিক চিকিৎসা সেবা বাদ দিয়ে চিকিৎসা নিতে আসা রোগীরা নিজেদের এবং তাদের প্রিয়জনের জীবনকে হুমকির দিকে ঠেলে দিচ্ছেন। এ ব্যাপারে সদর হাসপাতাল কর্তৃপ¶ পদ¶েপ নিয়ে সহজ সরল মানুষদের প্রতারণা তেকে র¶া করতে হবে।